Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য এডঃ মো. আবু জাহির বলেছেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে বিদ্যুত পৌছে দিতে বদ্দপরিকর। তিনি বলেন, গত ৫ বছরে এই উপজেলার উন্নয়নে নিরলস কাজ করছি। যার ধারাবাহিকতায় বিদ্যুত সহ সকল ক্ষেত্রে এগিয়ে গেছে এই অঞ্চল। তিনি গতকাল বিকেলে লাখাই উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামে ২.২৯ কিলোমিটার বিদ্যুত লাইনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সংযোগের ফলে ২১৭ টি পরিবার বিদ্যুত সুবিধার আওতায় এল। এর মাঝে ২০৯ টি আবাসিক এবং ৭ টি বাণিজ্যিক সংযোগ রয়েছে।
পরে করাব ইউনিয়ন পরিষদ মাঠে এক আলোচনা সভা আব্দুল কদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রেজাউল হক বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন মুর্শেদ কামাল তালুকদার মোশাহিদ, প্রভাষক ফজলে এলাহি ফরহাদ, এডঃ মাহফুজ মিয়া, এডঃ ইসরাইল মিয়া, রেজাউল করিম দুলদুল, মাস্টার এম এ মতিন, মোল্লা আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল রানা, মো. আব্দুল খালেক, বদিউল আলম কাজল ও সাইদ খোকন।