Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে আলোচনা সভায় এএসপি সেলিম ॥ যেখানেই অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হবে, সেখানেই পুলিশিং এ্যাকশন চলবে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘মুজিববর্ষের মুলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ শ্লোগানে হবিগঞ্জের বানিয়াচঙ্গে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে বানিয়াচং থানা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় থানা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টারের সভাপতিতে ও এসআই আব্দুর রহমান এর সঞ্চালনায় বানিয়াচং থানা চত্ত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল শেখ মোঃ সেলিম, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বানিয়াচং থানার ওসি মোঃ এমরান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বিপূল ভুষন রায়, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আহাদ মিয়া, ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাশ, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এসএম খোকনসহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ সেলিম বলেন, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, যেখানেই অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হবে, সেখানেই পুলিশিং এ্যাকশন চলবে, আমরা চাই সকলের অংশ গ্রহনে একটি সুন্দর, সুশৃংখল বানিয়াচং গড়তে।