Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইটসহ ৭ দফা দাবিতে ১১ নভেম্বর সংহতি সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদান, প্লেইট প্রদানের পূর্বে রিক্সা আটকানো বন্ধ রাখা, শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ সহ ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আনোয়ারপুর বাইপাস পয়েন্টে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আন্দোলন পরিচালনা কমিটির সংগঠক ধনু মিয়ার সভাপতিত্বে এবং আন্দোলন পরিচালনা কমিটির সংগঠক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আহবায়ক শফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- আন্দোলনের সংগঠক আব্দুল কাইয়ুম, আব্দুর রহমান, বারিক মিয়া, ব্যবসায়ী রাহিমুল ইসলাম চৌধুরী, শ্রমিকনেতা ছালেক মিয়া, মস্তো মিয়া, আব্দুল জব্বার, জাহির মিয়া, আছন আলী, সামছুর রহমান, মারফত মিয়া, মোজাম্মিল প্রমুখ। সভায় সকলের আলোচনার ভিত্তিতে আগামী ১১ই নভেম্বর ২০২০ইং রোজ বুধবার ৭ দফা দাবিতে সংহতি সমাবেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।