Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মৌলভীবাজারে নৌকা বাইচে কমিটির নৌকার আঘাতে শাহজালাল তরীর ৫ জন আহত

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজার জেলার ২নং মনু মুখ ইউনিয়নের বাহাদুরপুর সরকার বাজার এলাকায় নৌকা বাইচ চলাকালে কমিটির নৌকার আঘাতে অন্তত ৫ জন আহত হয়েছে। আশংখাজনক অবস্থায় জিতু মিয়া (৩০) নামে এক যুবককে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও ২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার এ ঘটনাটি ঘটে।
আহত সুত্রে জানা যায়, ২৭ অক্টোবর মনু মুখ ইউনিয়নবাসির উদ্যোগে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকা বাইচে ১৫টি নৌকা অংশ গ্রহণ করে। এর মধ্যে প্রথম পর্যায়ে লটারির মাধ্যমে শাহজালালের তরী, বাঘরাজের তরি, সাজুর তরী, বাংলার রকেট ৪টি নৌকা বাইচে অংশ গ্রহণ করে। এতে প্রথম স্থান শাহজালালালের তরি দখল করে নেয়। ২য় রাউন্ডে শাহাজালালের তরি ২য় স্থান ও বাংলার রকেট ১ম স্থান অর্জন করে। ফাইনালে ৫টি নৌকা অংশ গ্রহন করে। এতে শাহজালালের তরি এগিয়ে যায়।
এদিকে আব্দুল হক সেফু ও মঈনুল ইসলাম সোহাগ তাদের এলাকার নৌকা যেকোন ভাবে ফাইনালে জেতার জন্য আপ্রান চেষ্টা চালান। ফাইনাল রাউন্ড চলাকালে চেয়ারম্যান আব্দুল হক সেফু সহ কয়েকজনকে বহনকারী ইঞ্জিন চালিত নৌকার কারণে শাহজালালের তরি বাঁধার সম্মুখীন হয় বলে আহতরা জানান। এতে ইঞ্জিত চালিত কমিটির নৌকার আঘাতে শাহজালালের তরির ৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রামের সাইদুর রহমান (২৪), কবির মিয়া (২৮), ইয়াছিন (২৫), নবীগঞ্জ হালিতলা গ্রামের জিতু মিয়া (৩০) ও মৌলভীবাজার শেরপুর এলাকার কামাল মিয়া (৫৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে জিতু মিয়ার অবস্থা আশংখাজনক হলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত অন্যান্যদেরকে চিকিৎসা দেয়া হয়।