Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

করোনা প্রতিরোধে স্থাপন করা বেসিন ও ট্যাংক এখন পরিত্যক্ত

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হাত ধোয়ার বেসিন ও পানির ট্যাংক স্থাপন করেছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে এর ভিন্ন চিত্র। শহরে বেশ কয়েকটি বেসিন ও পানির ট্যাংক পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এগুলোতে অনেকেই এখন ময়লা আর্বজনা ফেলছেন। আবার অনেকগুলো এলাকায় পানির ট্যাংক আছে ঠিকই কিন্তু ভেতরে পানি নেই, আবার বেসিন আছে ঠিকই কিন্তু অকেজো। এ ছাড়া নেই হাত ধোয়ার স্যানেটাইজার। ফলে করোনা প্রতিরোধে এসব কোনো কাজেই আসছে না। সচেতনতার অভাবে জনসাধারণও ওইসব ব্যবহার করছেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। অথচ সরকার সারাদেশে জনসাধারণের স্বাস্থ্যেও ঝুঁকির কথা চিন্তা করে এসব স্থাপন করেছিল। শহরের বিভিন্ন এলাকায় প্রায় ২০টির বেশি বেসিন ও পানির ট্যাংক রয়েছে। গতকাল সোমবার সরেজমিনে শহরের শায়েস্তানগর, তিনকোনা পুকুর পাড় এলাকার প্রধান সড়ক দিয়ে শত শত মানুষ চলাচল করলেও হাত ধোয়ার বেসিন ও পানির ট্যাংক কেউ ব্যবহার করছেন না। এ বিষয়ে জনাস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির জানান, সবগুলিই মোটামুটি ব্যবহার হচ্ছে। তবে শায়েস্তানগর আর তিনকোনা পুকুরপাড় এলাকায় পানির স্বল্পতা রয়েছে। তবে শায়েস্তানগর এলাকার পানির ট্যাংকটিতে পানির ব্যবস্থা করবেন স্থানীয় কাউন্সিলর। এ ছাড়া তিনকোনা পুকুর পাড় এলাকার পানির ট্যাংকটিতে মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে আলোচনা করে পানির ব্যবস্থা করা হবে।