Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে বিজিবি’র বিরুদ্ধে বাল্লা সীমান্তে মানববন্ধন

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাল্লা বিজিবি’র সিকিউরিটি এরশাদ কর্তৃক নিরীহ এক ব্যক্তিকে পিঠিয়ে আহত করে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার প্রতিবাদে গতকাল রবিবার সকালে আসামপাড়া বাজারে মানববন্ধন করেছেন সীমান্তবাসি। গাজীপুর ইউপির বাল্লা সীমান্তের কয়েক’শ মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে সিকিউরিটি এরশাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে আবু’র উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
মুক্তিযোদ্ধা আঃ আলীসহ এলাকার লোকজন বলেন, রাতে ছোট বোনের জন্য ওষুধ কিনতে আবু বাল্লা রেল ষ্টেশনে গেলে রহস্যজনক কারনে আবুকে আটক করেন সিকিউরিটি এরশাদ। এরপর তাকে বাল্লা খেলার মাঠে নিয়ে লাঠিপেঠা শুরু করে। পরে তাকে অচেতন অবস্থায় বাল্লা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে রাতে নেয়া হয় গুইবিল ক্যাম্পে। সকালে আবুকে পাঠানো হয় চুনারুঘাট হাসপাতালে।