Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা ১৯ দলের ১১ নেতার জামিন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিস্ফোরক মামলায় যুবদল ও শিবির নেতাসহ ১৯ দলের ১১ নেতাকর্মীর জামিন আবেদন মঞ্জুর হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলামের আদালতে আসামীদের হাজির করে জামিন আবেদন করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত নেতাকর্মীরা হলেন- জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা যুবদল নেতা শেখ মামুন, রবিউল, জেলা জামাত নেতা আমজাদ হোসেন মনি, জেলা শিবির সভাপতি খলিলুর রহমান, পৌর যুবদল সাধারণ সম্পাদক শফিকুর রহমান সেতু, সাংগঠনিক সম্পাদক সাজন, জেলা ছাত্রদল নেতা শিপন, মাহবুব ও জেলা জাসাস নেতা পাপ্পু প্রমুখ।
২০১৩ সালের ৩১ অক্টোবর ১৯ দলের ডাকা হরতালের সময় শহরের বিভিন্ন স্থানে দোকানপাট ভাংচুর ও বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করা হয়। এ ঘটনায় পুলিশ জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ ও জেলা শিবির সভাপতি খলিলুর রহমানসহ ১৯ দলের ১৩ নেতাকর্মীকে আসামী করে হবিগঞ্জ সদর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। মঙ্গলবার আসামীদের হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলামের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।