Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের বিভিন্ন প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে শহরের ৪টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে চৌধুরী বাজারের নগেন্দ্র পাল এন্ড সন্স কে ৭ হাজার টাকা, গরুর বাজার এলাকার আওয়াল পোল্ট্রি ফিড কে ৬ হাজার টাকা, বানিয়াচং রোড এলাকায় মৎস্য খাদ্যর বস্তায় ওজনে কম থাকার কারণে শ্রেয়ান পোল্ট্রি ফিডকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ গো খাদ্য বিক্রি করার দায়ে শিউলি পোল্ট্রি ফিড কে ৫ হাজার টাকাস মোট ৪টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এতে সহযোগিতা করেন হবিগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনজিত কুমার আচার্য্য এবং হবিগঞ্জ সদর থানার একটি টিম। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।