Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে বিভিন্ন স্থানে অভিযান ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ভোক্তা অধিকার সংরক্ষণের ভেজাল বিরোধী অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমাবার শহরের কামার পট্টি, বাণিজ্যিক এলাকা, চৌধুরী বাজার ও টাউন মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কামার পট্টি এলাকায় দুধের সাথে অধিক পরিমাণে পানি মিশিয়ে বিক্রি করার দায়ে দু’জন দুধ বিক্রেতাকে ৫০০ টাকা করে ১ হাজার টাকা, বাণিজ্যিক এলাকায় শরীফ স্টোরে মশলার মিলে অপরিচ্ছন্ন অবস্থায় মশলা উৎপাদনের জন্য ১০ হাজার টাকা, পেয়াজের দাম বেশি রাখার দায়ে চৌধুরী বাজারের শাপলা স্টোরকে ৩ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও মুল্য তালিকা না থাকায় টাউন মসজিদ এলাকার সাহাদাত স্টোর ও সাহাদাত টেলিকমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তাকে সহযোগিতা করেন হবিগঞ্জ পৌরসভার সেনিটারী ইন্সপেক্টর অবণী কুমার রায় এবং হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।