Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ সারা দেশের মতো মাধবপুরেও ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর সভায় একযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নিরাপদ নারী, নিরাপদ দেশ’ এ শ্লোগানকে সামনে রেখে জেলা পুলিশের আয়োজনে ওই সমাবেশ হয়। থানার পরির্দশক (তদন্ত) গোলাম দস্তগীর আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, মাধবপুর পৌর সভার কমিনিউটি পুলিশের সভাপতি মুক্তিযোদ্বা সুকোমল রায়। বিট অফিসার মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নারী নেত্রী ও পৌর কাউন্সিলর ইসরাত জাহান ডলি, শিক্ষিকা শাহেনা আক্তার, ইমাম মৌলানা আবুল কালাম আজাদ, কাউন্সিলর বাবুল হোসেন গৃহিনী স্বপ্না পাল, সমাজ সেবক হাবিবুর রহমান মানিক, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর ছাত্রী শেখ নাজিয়া বিনতে মোজাহিদ মীম, শেখ ইকরা। এছাড়াও সমাবেশে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম,শিক্ষার্থী, গৃহিনী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে সবাইকে নারীদের প্রতি শ্রব্ধাশীল হতে হবে। এটা আইন দিয়ে বন্ধ করা যাবে না। সমাজের সব স্থানে মানুষকে সচেতন হয়ে রুখে দাড়াতে হবে।