Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দক্ষিণ সাঙ্গরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের ॥ গ্রেফতার ৪

মখলিছ মিয়া ॥ বানিয়াচঙ্গে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সুজাতপুর তদন্ত কেন্দ্রের এএসআই সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৪ জনের নামসহ অজ্ঞাত আরো ২৫/৩০জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলা দায়েরের পরপরই পুলিশ দক্ষিণ সাঙ্গর গ্রামে অভিযান চালিয়ে হাবিবুর রহমান (২৪), শেখ মোঃ ফেরদৌস (২২), মমসাদ চৌধুরী (২০) এবং সিরাজুল ইসলাম (১৯) নামে ৪জনকে গ্রেফতার করেছে।
গত বুধবার বানিয়াচঙ্গে দুই মামলার পলাতক ওয়ারেন্টভূক্ত আসামী কে গ্রেফতারের পর পুলিশের গাড়ীতে উঠানোর সময় আসামী পক্ষের লোকজন পুলিশের উপর অর্তকিত হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ আসামী ছিনিয়ে নিয়ে যায়। এসময় আসামী পক্ষের লোকজনের অর্তকিত হামলায় এএস আই তোহা, সুহেল রানা,পুলিশ সদস্য হাতিমুরসহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। তন্মধ্যে গুরুতর আহত এএসআই তোহাকে আশংকাজনক অবস্থায় রাতেই ঢাকা প্রেরণ করা হয়। বর্তমানে আহত এসআই তোহা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন কাউকে হয়রানী করবে না পুলিশ। তিনি আরও জানান, পুলিশ মানুষের জান মালের নিরাপত্তার জন্য কাজ করে থাকে। এ বিষয়টি সকলকে মাথায় নিয়ে পুলিশের কাজে সহযোগিতা করা উচিত।