Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে অবৈধ সিএনজি মোটর সাইকেল ও টমটমের বিরুদ্ধে অভিযান ॥ আটক শতাধিক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় শারদীয় দুর্গাপূজা সামনে রেখে চেক পোষ্ট বসিয়ে অবৈধ সিএনজি অটোরিকশা, মোটর সাইকেল, টমটমসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু হয়েছে। গত দুই দিনে শতাধিক যানবাহন আটক করা হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হবিগঞ্জসহ বিভিন্ন উপজেলায় চেকপোষ্ট বসিয়ে ট্রাফিক পুলিশ এসব যানবাহন আটক করছে। এর মধ্যে রয়েছে নম্বরবিহীন, মেয়াদোত্তীর্ণ ও চোরাই গাড়ি। চালকরা আরও অভিযোগ করেন, নতুন গাড়ি কেনার পর তিনমাস রেজিস্ট্রেশন ছাড়া চালানোর নিয়ম রয়েছে। অভিযানের সময় সেল রিসিট দেখানোর পরও গাড়ি আটক করে নিয়ে আসে এবং মামলা দেয়া হয়। এ বিষয়ে ট্রাফিক সার্জেন্ট আল আমিন বলেন, কাগজপত্র বিহীন ও মেয়াদোত্তীর্ণ এবং চোরাই গাড়ি আটক করে মামলা দেয়া হচ্ছে। মামলা ভাঙিয়ে গাড়ি ছেড়ে দেয়া হচ্ছে। অভিযান চলমান থাকবে। গতকাল সরেজমিনে গিয়ে ট্রাফিক অফিসে প্রায় অর্ধশতাধিক সিএনজি, মোটর সাইকেল ও টমটম দেখা যায়। এসব ছাড়িয়ে নিতে মানুষের ভিড় জমেছে।