Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে জরিমানার পরও আলুর কেজি ৫০ টাকা

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ সদরের সবজি বাজারে আলুর দর কেজি প্রতি ৪২ টাকা করে বিক্রি করায় ৩ আড়তদারকে ৭ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১৫ অক্টোবর বৃহস্পতিবার সাড়ে ১০ টার দিকে উপজেলার সদরের সবজি বাজারে সবজির দর নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় আলুর দর কেজিতে ৪২ টাকা করে বিক্রি করার কথা বললে আমিনুল মিয়াকে ২ হাজার টাকা, জয়নাল আবেদিনকে ২ হাজার টাকা ও আনাস শিপনকে ৩ হাজার টাকা করে ৩ আড়তদারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের বিষয়ে নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁনের মুঠোফোনে কথা বললে তিনি বলেন, বাজারে দোকানে ৪২-৪৩ টাকা করে আলু বিক্রি করছে। এতে ৩ আড়তদারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের নির্দেশ ৩০ টাকা করে বিক্রি করতে হবে এবং বাজার মনিটরিং আমাদের এই অভিযান নিয়মিত চলবে। এদিকে প্রশাসনকে আলুর দর প্রতি কেজি ৪২ টাকা করে বিক্রি করার কথা বললেও পরে দেখা যায় ভিন্ন পরিস্থিতি। প্রশাসনের নির্দেশ না মেনে উল্টো বিক্রি করছে কেজি প্রতি ৫০ টাকা দরে। এতে জনমনে দেখা দিয়েছে ক্ষুব্ধতা।