Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের বধূ সামতা লন্ডনে পুনঃরায় কাউন্সিলর নির্বাচিত

মখলিছ মিয়া ॥ বানিয়াচঙ্গের বধূ সামতা খাতুন আবারও যুক্তরাজ্যের লন্ডন শহরের কেমডেন সেন্ট পানক্রস ও সমার টাউন ওয়ার্ড থেকে বিপুল ভোটে পুনঃরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি লেবার পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। গত নির্বাচনেও তিনি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলেন। সামতা খাতুন বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিমপাড়স্থ (বড়বাড়ি) মরহুম ছিদ্দিক হোসেন খানের দ্বিতীয় ছেলে সাজ্জাদ হোসেন খানের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। কাউন্সিলর সামতা খাতুনের পিত্রালয় চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে।
গত ২২ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নারী প্রার্থীদের মধ্যে সামতা খাতুন সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৪২৩। তার নিকটতম প্রার্থী অপর বাঙ্গালি লিবারেল ডেমক্রেটের মাসুদ তরফদার পেয়েছেন মাত্র ২৪৫ ভোট। সামতা খাতুনের বিজয়ে তার কর্মী-সর্থকরা উল্লাস প্রকাশ করেছেন। ফলাফল প্রকাশের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সামতা খাতুন বলেছেন, জনগণ আমার প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছেন। ফলে তাদের প্রতি আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। এ বিজয় আমার ব্যক্তিগত নয়, জনগণের বিজয়। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বানিয়াচংয়ের বধূ সামতা খাতুন দ্বিতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি আখলাক হুসেনই খান খেলু, দৈনিক হবিগঞ্জের আয়না পত্রিকার সম্পাদক রাশেদ আহমদ খান, দৈনিক যুগান্তরের বানিয়াচং প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার মখলিছ মিয়াসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।