Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের স্টাইল বদল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের স্টাইল বদল করা হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসন কামরুল হাসানের ছদ্মবেশে সাড়াশি অভিযানে বেশ কয়েকজন দালাল আটক করার পর কিছুদিন দালালরা গা ঢাকা দেয়। ইদানিং দালালরা স্টাইল বদল করা হয়েছে। তবে এখন দিনে নয় গভীররাতে জরুরি বিভাগের সামনে দালালরা উৎপেতে থাকে। রোগীরা আসলেই তাদের বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। সেখানে পরীক্ষার নামে প্রতারণা শুরু করে। আদায় করা হয় গলাকাটা দাম। পরে বিভিন্ন ফার্মেসী থেকে দ্বিগুন দামে ওষুধ কেনার বিনিময়ে কমিশন নেয় দালালরা। খবর নিয়ে জানা গেছে, আগের তালিকা অনুযায়ী দালালদের কয়েকজন মারা গেছে। তালিকাটি হালনাগাদ করে অভিযান করলে অনেকেই ধরা পড়বে। না হলে থেকে ধরাছোয়ার বাইরে। অভিযোগ রয়েছে, হাসপাতালের কিছু অসাধু কর্মচারিরা এসব দালালদেরকে নির্বিকভাবে সহযোগিতা করে আসছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে, কয়েকজন মহিলা দালাল হাসপাতালের আশেপাশে ঘুরাফেরা করছে এবং রোগীদেরকে ধরার চেষ্টা করছে। তবে কিছু যুবক দালালরা লুকিয়ে চেষ্টা চালাচ্ছে। জেলা প্রশাসক জানান, প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় অভিযান হচ্ছে না। তবে কিছুদিনের ভেতরে আবারো সাড়াশি অভিযান চলবে।