Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে নাম্বার প্লেইটের দাবিতে শ্রমিকের বিক্ষোভ ও সমাবেশ দাবী আদায়ে অনশনের হুমকি

প্রেস বিজ্ঞপ্তি ॥ ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার উদ্যোগে গতকাল রবিার সকাল ১১ টায় আনোয়ারপুর বাইপাস পয়েন্ট থেকে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল সহকারে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করে কোর্টস্টেশনের মোত্তালিব চত্তরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যাটারিচালিত অটোরিক্সা শ্রমিক আন্দোলন হবিগঞ্জ জেলার সংগঠক শ্রমিক নেতা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলায় আহ্বায়ক ও অটোরিক্সা শ্রমিক আন্দোলনের সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশ বক্তব্য রাখেন, শ্রমিক আন্দোলনের সংগঠক আব্দুর রহমান, ধনু মিয়া, বারিক মিয়া, ছালেক মিয়া, ব্যবসায়ী রাইমুল ইসলাম চৌধুরী, আক্কাস আলী, মনসুর আহমেদ, অটোরিক্সা শ্রমিকনেতা মাশুক মিয়া, ছামসুর রহমান, সঞ্জিব আলী, শাহাব উদ্দিন মিয়া, জসিম উদ্দিন, পারভেজ মিয়া, আব্দুল গনি, হিরা মিয়া, আব্দুল জব্বার, শেখ আব্দুল মোতালিব, মস্তু মিয়া, জজ মিয়া, জলপু মিয়া, শংকর বৈদ্য, সোহেল মিয়া, মহসিন আলী, জাহির মিয়া প্রমুখ। সমাবেশে শ্রমিকনেতা আব্দুর রহমান বলেন, হবিগঞ্জ শহরে ৬ হাজার রিক্সার লাইসেন্স ছিল। বর্তমানে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে পায়ের রিক্সার জায়গায় ব্যাটারি চালিত রিক্সা আসছে। যা অল্প বিদ্যুতের সাহায্যে চালানো যায় এবং অমানবিক পরিশ্রম থেকে রিক্সা শ্রমিকদের মুক্তি দিয়েছে। এমনকি ৬০/৭০ বছরের অসহায় বৃদ্ধ শ্রমিকও এটা চালাতে পারে। কিন্তু অতি দুঃখের বিষয়, কোন এক স্বার্থন্বেষি মহলের প্রয়োজনে অজ্ঞাত কারনে হবিগঞ্জ শহরের ব্যাটারি চালিত টমটম কে নাম্বার প্লেইট দিলেও ব্যাটারি চালিত রিক্সা চালানোর বৈধতা স্বরূপ নাম্বার প্লেইট দেওয়া হচ্ছে না। যার ফলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাটারি চালিত রিক্সা আটকানো হচ্ছে। শ্রমিক নেতা ধন মিয়া বলেন, শ্রমিক রিক্সা নিয়ে রাস্তায় নামতে পারছে না। তাই রিক্সা শ্রমিক পরিবার অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করছে। অনেক শ্রমিক ব্যাংক থেকে ঋণ নিয়ে বা সুদে টাকা ধার নিয়ে রিক্সা ক্রয় করছে। এখন ব্যাংকের ঋনের কিস্তি বা সুদের টাকা পরিশোধ করতে না পারার কারনে শ্রমিকরা বাসা বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে। শ্রমিকনেতা ছালেক মিয়া বলেন, আমাদের পাশ্ববর্তি উপজেলা নবীগঞ্জ, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, মাধরপুর, ব্রানবাড়িয়া, এমনকি বিভাগীয় শহর ময়মনসিংহেও ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইট দেওয়া হয়েছে।
সমাবেশে বলা হয়, আগামী ২ সপ্তাহের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে রাজপথ অবরোধ, হরতাল, ঘেড়াও, এমনকি অনশনের মত কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।