Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে কন্ঠশিল্পী এন্ড্রু কিশোর স্মরণে আলোচনা সভা ও সঙ্গীতাঅনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত সদ্য প্রয়াত প্রখ্যাত কন্ঠশিল্পী এন্ড্রু কিশোর স্মরণে আলোচনাসভা ও সঙ্গীতাঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ সুরবিতান ললিতকলা প্রশিক্ষন কেন্দ্রে প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর স্মরণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্যা বিপিএম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম (সদর সার্কেল), সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের প্রযোজক মুকুল আহমেদ, বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক রুহুল হাসান শরীফ, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সভাপতি মন্ডলীর সদস্য্য অনিরূদ্ধ কুমার ধরে শান্তনু, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, বিশিষ্ট লোকশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের হবিগঞ্জ জেলার সভাপতি আকরাম আলী ও সাধারণ সম্পাদক ডাঃ পিন্টু আচার্য্য ও খাইরুল ইসলাম মনু, চুনারুঘাট উপজেলার সভাপতি মাস্টার আব্দুল কুদ্দুস, লাখাই উপজেলার সভাপতি মাসুক মিয়া। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা মহাসচিব সৈয়দ রাশিদুল হক রুজেন। অনুষ্টানটির স্পনসর ছিলেন সৈয়দ সাইফুল ইসলাম সুমিত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম। অনুষ্টানটি উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট উপস্থাপক প্রমথ সরকার। আলোচানার পরে সঙ্গীত পরিবেশন করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, আকরাম আলী ও এস এ কিশোর। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ নৌকার আদলে কেক কেটে “ভাটি দেশের কইন্যা” চলচ্চিত্রটির শুভ মহরতের সূচনা করেন।