Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাই সড়কের বুল্লা বাজার এলাকায় রাস্তার বেহাল দশা

আবুল কাসেম, লাখাই প্রতিনিধি ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লাবাজার নামক স্থানে বেহাল দশায় যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে। সড়কের ওই স্থানে গর্তগুলো দিন দিন বড় হচ্ছে। একটু বৃষ্টিতে গর্তে পানি জমে তা পুকুরে পরিণত হচ্ছে। গর্তে গাড়ি আটকে প্রায় সময় সড়ক অচল হয়ে যাচ্ছে। এমন কি পায়ে হেঠে চলাফেরা করার সময় পরনের জামাকাপড় কাদা আর পানি লেগে নষ্ট হয়ে যায়। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন লাখাই, হবিগঞ্জ, অষ্টগ্রাম, নাসিরনগরসহ ওই রাস্তা দিয়ে চলাচল রত যাত্রীরা। লাখাই- হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ব্রিজের গোড়া অধিকাংশই ভাঙা। সড়কটির দু’পাশে পানি নিষ্কাশনে কোনো ড্রেনেজ ব্যবস্থা না রাখায়। এসব স্থানে গাড়ি চলে হেলেদুলে। ধীর গতিতে গাড়ি চলায় সেখানে প্রায়ই যানজট লেগে থাকছে। বেশি খারাপ অবস্থা বুল্লা বাজার অংশে। যার কারনে এখানে যানজট লেগেই থাকে সব সময়। এদিকে হবিগঞ্জ- লাখাই আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ চলমান। কাজ শেষ হলে দেশের বেশ কয়েকটি জেলাগুলোসহ সারা দেশের মানুষ উপকৃত হবেন। যে গতিতে কাজ চলছে এতে চলতি বছর শেষ হওয়ার সম্ভাবনা কম। বুল্লা বাজার ব্যবসায়ী মুবিন বলেন, বুল্লা বাজারে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এই সড়কের দ্রুত সংস্কার কাজটি শেষ করার অনুরোধ জানাচ্ছেন পথচারীরা।