Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দু’সহোদর ভেঙ্গে দিয়েছে বসতঘর এক সপ্তাহ ধরে খোলা আকাশের নীচে বানিয়াচঙ্গের প্রবাসীর স্ত্রী আয়শা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের সৌদি প্রবাসী আওলাদ হোসেন চৌধুরী। বর্তমানে অবস্থান করছেন সৌদি আরবে। আওলাদ হোসেন প্রবাসে থেকে উপার্জিত টাকাগুলো পাঠাতেন আলী হোসেন চৌধুরী এবং আহমেদ হোসেন চৌধুরীর কাছে। জীবনের উপার্জিত সকল টাকাই তিনি তাদের কাছে জমা রেখেছেন। সম্প্রতি এ টাকার হিসেব চাওয়াতে প্রবাসী আওলাদ হোসেন এর পরিবারের উপর নেমে আসে অত্যাচার। এভাবেই প্রবাসে থেকে নিজের অভিযোগের বিষয়টি এ প্রতিনিধিকে জানান আওলাদ হোসেন চৌধুরী। আওলাদ হোসেন চৌধুরী আরো জানান, ব্যাংকের মাধ্যমে আমি টাকাগুলো তাদের কাছে প্রেরণ করেছি। টাকা পাঠানোর সমস্ত ডকুমেন্টও আছে। আওলাদ হোসেন তার উপার্জিত টাকার হিসেবে চাইতে গিয়ে দেশে থাকা দুই ভাইয়ের রোষানলে পড়েছেন তার স্ত্রী ও সন্তানরা। টাকার হিসেব তো দিচ্ছেনই না, উল্টো তার পরিবারকে করা হয়েছে ঘর ছাড়া। ঘটনাটি বানিয়াচং সদরের মীর মহল্লার (পঁচার বাগ) এলাকার। পাওনা টাকার হিসেব চাওয়াকে কেন্দ্র করে প্রবাসী আওলাদ হোসেনর স্ত্রী ও ৩ শিশু পুত্রকে ঘর থেকে বের করে দিয়েছে সৎ ভাই আলী হোসেন চৌধুরী ও আহমেদ হোসেন চৌধুরী। যে ঘরে তারা বসবাস করতেন সেই ঘরটিও ভেঙ্গে দেয়া হয়েছে। এ অবস্থায় পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সম্প্রতি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসী আওলাদ হোসেন। এরই প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কনস্যুলেট অফিসের প্রথম সচিব কেএম সালাউদ্দিন স্বাক্ষরিত একটি লিখিত চিঠি গত ১০ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে। এদিকে ১৬ সেপ্টেম্বর প্রবাসী আওলাদ মিয়ার বাড়ীতে গিয়ে দেখা যায় তার স্ত্রী আয়শা আক্তার শিশু সন্তানদের নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী আওলাদ ও তার স্ত্রী আয়শা আক্তার।