Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে সুবিধা বঞ্চিত ৬০ নারীকে সেলাই প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সুবিধাবঞ্চিত ৬০ জন নারীকে সেলাই প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা প্রত্যেকেই জেলার হাওরাঞ্চল খ্যাত বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার দরিদ্র পরিবারের সদস্য। হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ) এর আওতায় ৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ দেয়া হয়। রোববার প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিলিপ এর প্রকল্প পরিচালক প্রকৌশলী গোপাল চন্দ্র সরকার। রবিদাস ফলিয়ার সভাপতিত্বে ও হারুন অর রশিদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, বানিয়াচং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও কর্মসংস্থান ব্যাংকের হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল হান্নান চৌধুরী। এতে বক্তৃতা করেন প্রকল্পের কো-অর্ডিনেটর আইরিন আক্তার।