Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ পৌরসভার নগর গ্রামের বাসিন্দা ও মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রীর বিয়ের আয়োজন ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে পৌর এলাকার নগর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হান্নান মিয়ার কন্যা নবম শ্রেণির ছাত্রীর সাথে বানিয়াচং সদরের বাসিন্দা এক যুবকের সাথে বিয়ের আয়োজন করেন কনের পিতা ও ময়মুরুব্বি গন। বিয়ের আয়োজন সম্পুর্ন করা হলে ও বর আসার আগেই খবর পেয়ে কনের পিত্রালয়ে উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত হয়ে কনের পিতা আব্দুল হান্নান মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অমান্য করায় মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা (ভূমি) অফিসার উত্তম কুমার দাস। অতঃপর স্বাক্ষীদের উপস্থিতিতে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অভিভাবকদের মুচলেকা নেয়া হয়। এ সময় সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানার এস আই ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ।