Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের গাধাছড়া থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি সেলু মেশিন ও পাইপ ধ্বংস

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের কালিনগর এলাকার পানছড়ি মৌজার গাধাছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি সেলু মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। গতকাল বিকেল ৩ টার দিকে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ওই ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১টি ড্রেজার (সেলু মেশিন), ছড়ার পাশে খালি জায়গায় রাখা পাইপ ও পার্শ্ববর্তী টিলার জঙ্গল থেকে ২টি অব্যবহৃত অবৈধ বালু উত্তোলনের মেশিন উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় চেয়ারম্যান ও লোকজনের সম্মুখে ৩টি ড্রেজার/সেলুমেশিনসহ প্লাস্টিকের পাইপ ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় লোকজন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামাদির প্রকৃত মালিক চুনারুঘাট উপজেলার কালিনগর গ্রামের মোঃ সফর আলীর পুত্র মোঃ মাহফুজ মিয়া (২৫)।