Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘনায় উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নারায়নখলা এলাকায় সোমবার বিকালে পাজারোজীপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যশোহর বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছে। গুরুতর আহত নওরিন আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ সময় রাস্তা বন্ধ হয়ে দু’পাশে শত শত গাড়ী আটকা পড়ে। মাধবপুর থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রাস্তায় পড়ে থাকা ট্রাক ও পাজারোজীপ অবসাধারন করে যান চলাচল স্বাভাবিক করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নারায়নখলা এলাকায় ঢাকা থেকে সিলেটগামী পাজারোজীপ (ঢাকা মেট্রো ঘ ১১-২০১৫) ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক ঢাকা মেট্রো ট ১৮-১১৩৫ এর সঙ্গে মুখো মুখি সংঘর্ষ হয়। এতে পাজারোজীপটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই যশোহর বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের ইউসুফ আলী বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম রাশেল (৩৪) অজ্ঞাত (৩২) যুবক নিহত হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ রাকিবুল হাসানের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে মূমূর্ষ অবস্থায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল (৩৬) ও ঢাকার তালতলার আখিঁ আক্তার (২৩) ও একই এলাকার বাবুল মিয়ার মেয়ে নওরিন আক্তার (২৪) কে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল ও আখি আক্তারকে মৃত ঘোষনা করেন। নওরিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক জানান-লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।