Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জের পাহাড়পুরে পূজার জায়গা দখলের পায়তারা

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের ২নং বদলপুর ইউনিয়নে পাহাড়পুর বাজারের মহিলা শেড সংলগ্ন মাহমুদপুর গ্রামবাসীর পুজোর একটি জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একই এলাকার একটি কুচক্রীমহল। এবিষয়টি নিয়ে এলাকায় নানান গুঞ্জনের সৃষ্টি হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, পাহাড়পুর বাজারের মহিলা শেড সংলগ্ন সরকারী খাস ভুমিতে একটি পুজা মন্ডপ তৈরি করে দীর্ঘ দিন যাবত মাহমুদপুর গ্রামের বাসিন্দারা সহ কিছু যুবকের উদ্যোগে বিভিন্ন সময় ধর্মীয় পুঁজো অর্চনা করে আসছেন। এই জায়গাটি দখলে নিতে পাহাড়পুরের একটি কুচক্রী মহল বিভিন্ন রকমের কর্মকান্ড ও অপপ্রচার চালিয়ে আসছে। স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণলাল সরকার বলেন, এখানে দীর্ঘদিন যাবত পুজো হয়ে আসছে উক্ত জায়গাটি দখলে নিতে পাহাড়পুর বাজারের সাবেক সাঃ সম্পাদক নিশীকান্ত চৌধুরী, রতীকান্ত সরকার সহ একটি চক্র ২নং বদলপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুরেন্দ্র চন্দ্র সরকারের ছেলে রনজিত সরকারের নামে বিভিন্ন রকমের মানহানীকর বিভ্রান্তি ছড়াচ্চে। এ বিষয়ে পাহাড়পুর বাজারের সাবেক দুই সভাপতি নারায়ণ তালুকদার ও সুতলাল দাস বলেন, উক্ত জায়গাটিতে দীর্ঘ দেড় যুগের ও বেশী সময় ধরে পুজো হয়ে আসছে। জায়গাটি নিশীকান্ত চৌধুরী গংরা দখলে নিতে বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্চেন। মুরব্বী নিল কমল চৌধুরী বলেন, বর্তমানে প্রজন্মের ছেলেরা যখন ধর্মীয় বিষয় নিয়ে ভালো কিছু কাজ করছে তখনই একটি চক্র এসবের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। নির্বিঘ্নে ধর্মীয় কাজ সম্পন্ন কতে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন জানান তারা। এ বিষয়ে নিশিকান্ত চৌধুরী বলেন, ২০০৬/৭ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার পাহাড়পুর বাজারের প্রতিটি ব্যবসায়ীকে আধাশতক করে জায়গা বন্দোবস্ত দেন কিন্তু আজ অবধি জায়গাটি পরিমাপ করে না দেয়ায় এই জটিলতা সৃষ্টি হচ্ছে, বিগত ২/৩ বছর যাবত উক্ত জায়গাটিতে পুজো হচ্ছে, পুজোর জায়গা আমরা কেনো দখল করবো ? আমরা ওতো সনাতন ধর্মাম্বলী, আমাদের দাবী সরকারী বন্ধোবস্ত অনুযায়ী যার নামে যতটুকু বন্দোবস্ত দেয়া হয়েছে তারা যেনো ততটুকুই পায়।
এ বিষয়ে রতীকান্ত সরকার বলেন, উক্ত জায়গাটি দখলে নিয়ে বিগত দুই/ তিন বছর যাবত এখানে স্বরস্বতী পুজো করছে কিছু যুবক, পুজোতে আমাদের কোনো বাধা নেই, আমাদের দাবী হলো কাগজ পত্রে সঠিক যাদের নামে বন্দোবস্ত আছে তারাই যেনো উক্ত জায়গাটি পায়। এ বিষয়ে নবাগত সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাস বলেন, আমি দায়িত্ব নেয়ার পর সম্প্রতি বিষয়টি পত্র পত্রিকায় মাধ্যমে জানতে পেরেছি আগামী ৭ সেপ্টেম্বর সার্ভেয়ার পাটিয়ে সরজমিনে বিষয়টি দেখা হবে। যাদের নামে লীজ দেয়া হয়েছে উক্ত জায়গায় তারাই কি আছে নাকি অন্য কেউ। বিষয়টি আমরা সরজমিনে দেখবো।