Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রাণীকুলের মধ্যেও শুরু হয়েছে হাঁসফাঁস অবস্থা। আগুন ঝরা রোদ থেকে বাঁচতে মানুষ ছায়ায় আশ্রয় নিচ্ছে। তাতেও নেই শান্তি। ভ্যাপসা গরমে মানুষ থেকে শুরু করে প্রাণীকুল সবাই চাতক পাখির মতো তাকিয়ে থাকেন বৃষ্টির দিকে। ভাদ্র মাসের শুরুতে ঝড় বৃষ্টি থাকলেও মাঝামাঝিতে এসে তাপপ্রবাহ বইছে অবিরাম। চারদিকে ছড়াচ্ছে সূর্যের প্রচণ্ড উত্তাপ। ফলে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা।
প্রখর রোদে হবিগঞ্জ শহরের পিচ ঢালা পথ উত্তপ্ত। জুতা পায়ে দিয়েও যেনো হাটা মুশকিল হয়ে পড়েছে। শহরের বিভিন্ন পয়েন্টের মোড়ে লেবুর শরবত কেনাবেচার ধূম পড়েছে। দুপুরে অনেকটাই ফাঁকা প্রধান সড়কগুলো।
অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরম বাতাস শরীরে বিঁধছে আগুনের হলকার মতো। এতে শিশু ও বৃদ্ধরা দুর্বিষহ দিন অতিবাহিত করছেন। আর কর্মজীবী মানুষের নাকাল অবস্থা। মানুষের পাশাপাশি পশু-পাখিও হাঁসফাঁস করছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। প্রখর রোদে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ঠিক দুপুরে রাস্তাঘাট যেনো জনশূন্য হয়ে যাচ্ছে। সবাই যেনো নিরিবিলি আর গাছতলার মৃদু বাতাসের সন্ধান খোঁজছেন। সরেজমিনে ঘুরে দেখা যায়, থানার মোড় ও হাসপাতালের ভেতর, শায়েস্তানগর পয়েন্ট, চৌধুরীবাজারসহ বিভিন্ন এলাকায় ভ্যান গাড়ি থেকে লেবুসহ বিভিন্ন জাতের শরবত বিক্রি হচ্ছে। আর এসব শরবত অল্প দাম হওয়ায় বেশিরভাগই খেটে খাওয়া মানুষ পান করছেন। তবে এসব অস্বাস্থ্যকর শরবত পানে রোগ বালাই দেখা দিয়েছে।