Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবগঠিত নবীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক কপিলের পদত্যাগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ছাত্রদলের নব-গঠিত কমিটির যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ কপিল মিয়া। নির্যাতিত নিপীড়িত ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। গতকাল বিকেলে নবীগঞ্জ অনলাইন প্রেসকাব কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন কালো টাকা ও লন্ডন প্রবাসী জনৈক নেতাদের মদদে নবীগঞ্জ পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ আনা হয়।
লিখিত বক্তব্যে কপিল অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষে দেশ ও জাতির কল্যাণে ছাত্রদলের রাজনীতি করছেন। দলীয় সকল কর্মসূচি পালন করতে গিয়ে হামলা মামলা জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। দলের এ দুর্দিনে রাজপথে থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামে মাঠে রয়েছি। তিনি বলেন, ১সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী বিদেশীদের মদদে কালো টাকার বিনিময়ে ছাত্রদলের নির্যাতিত নিপীড়িত ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে অছাত্র আওয়ামীলীগ অনুসারী ব্যক্তিদের দিয়ে নবীগঞ্জ পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন করেন। এতে দলের ভাবমূর্তিক্ষুন্ন হয়েছে। বঞ্চিত সকল নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নব-গঠিত নবীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করলাম। তবে আমার দলের সকল কর্মসূচি পালনে অতীতে যেমন কাজ করেছি আগামীতেও দেশ নায়েক তারেক রহমানের নির্দেশে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।
সেই সাথে প্রশ্নবৃদ্ধ কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদনের জন্য হবিগঞ্জ জেলা এবং কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি আহবান করছি।