Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং-নবীগঞ্জ এম, এ, রব সড়কের শুটকী ব্রীজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গন ॥ দ্রুত মেরামত না করলে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-নবীগঞ্জ রোডের এম এ রব সড়কের শুটকী ব্রীজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার ভোররাত থেকে টানা বৃষ্টির পানিতে সড়কের বেশ কয়েক জায়গায় ভয়াবহ গর্তের সৃষ্টি হয়। দ্রুদ মেরামত করা না হলে যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে বানিয়াচং-নবীগঞ্জ সড়কের যোগাযোগ ব্যবস্থা। ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। বানিয়াচং-নবীগঞ্জ সড়কের কালিদাস টেকায় স্থাপিত দৃষ্টি নন্দন এ ব্রীজে দাঁিড়য়ে প্রতিদিন হাজার হাজার ভ্রমন পিপাসু মানুষজন হাওরের মনোরম দৃশ্য অবলোকন করেন। ব্রীজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গনের দৃশ্য দেখে ভয়ে অনেকেই ব্রীজের উপরে উঠতে পারছেন না। ভ্রমন পিপাসু পর্যটকদের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে এ গর্তগুলো ভরাট না করলে দূর্ঘটনার কবলে পড়ে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এ সড়ক দিয়ে বানিয়াচং থেকে সিলেট যাওয়া যায় দ্রুত সময়ের মধ্যে। এসব কারনে এ রোডটি অনেক ব্যস্ততম একটি রোড। প্রতিদিন বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করছে। জনস্বার্থ বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে এ ভাঙ্গনগুলো মেরামত করতে সংশ্লিষ্ট কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এ সড়কে চলাচলকারী পরিবহন সংগঠনসহ স্থানীয় জনসাধারণ।