Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কর্মকর্তা কিবরিয়ার দখলে থাকা হবিগঞ্জ পৌরসভার সম্পত্তি উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত বাজার পরিদর্শক কিবরিয়ার কবল থেকে পৌরসভার সম্পত্তি উদ্ধার করেছে পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পৌর কর্মকর্তা কর্মচারীরিরা অভিযান চালিয়ে বেদখল হওয়া এ সম্পত্তি উদ্ধার করে।
জানা গেছে, হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত বাজার পরিদর্শক গোলাম কিবরিয়া পৌর মার্কেটের ২য় তলায় সাবেক ডেসটিনি অফিস এবং সাবেক সোনালী ব্যাংকের কার্যালয়টি তার স্ত্রীর নামে নিয়ম বহির্ভূত ভাবে লীজ দেখিয়ে রেখেছিলেন। পরে দোকান কোটা বানিয়ে দীর্ঘদিন যাবত ভাড়া প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ হওয়ায় বছর খানেক পূর্বে কিবরিয়াকে হবিগঞ্জ পৌরসভা থেকে বরখাস্ত করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়রের নির্দেশনায় পৌর কর্তৃপক্ষ অভিযান চালান এবং বেআইনী ভাবে দখল করে রাখা পৌর সম্পত্তি পুণরুদ্ধার করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান বলেন- গোলাম কিবরিয়া পৌরসভার দায়িত্বে থাকাকালীন সময়ে সে তার নিজ ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায় পৌর মার্কেটের ২য় তলা লীজ নেয়। আজ সব ধরনের জটিলতা কাঠিয়ে অবশেষে পৌরসভার বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার করা হয়েছে।