Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের ইমামবাড়ী বাজারে উচ্ছেদ অভিযান ॥ ১৫টি মামলা ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক যানজট নিরসনে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রাস্তার দুই পাশে বিভিন্ন অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। রাস্তায় ইট বালু, কাঠ ইত্যাদি রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫টি মামলায় ৪০ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী, মূল্য তালিকা না থাকা ও ভারী ওজনের প্যাকেট দিয়ে মিষ্টি বিক্রয়ের অপরাধের ও জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। আইনশৃংখলা রক্ষায় সার্বিক সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন বলেন, উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে এবং নিয়মিত এটি অব্যাহত থাকবে। তাই সকল অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হল। যানজটমুক্ত এবং জনগণের ভোগান্তিহীনভাবে চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।