Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে মামলার স্বাক্ষী হওয়ায় কৃষকের জমি কেড়ে নিলেন এক শিক্ষক

চুনারুঘাট প্রতিনিধি ॥ একটি মামলার স্বাক্ষী হওয়ায় ৯ শতক জমি হারাতে হয়েছে খলিলুর রহমান কালা নামের এক দরিদ্র কৃষককে। প্রায় দেড় বছর আগে বিনিময়কৃত জমিটি পুনরায় দখল করে নেয়ায় বিপুল পরিমান ক্ষতির সম্মুখিন এখন ওই কৃষক। জমি ফেরতের আশায় কালা মিয়া গ্রাম্য মুরুব্বীদের দ্বারে দ্বারে ঘুরছেন। জমি ফেরত পাবার আকুতি জানাচ্ছেন। ঘটনাটি চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের।
কালা মিয়া জানান, বিগত ৫ মে তার গ্রামের জসিম মিয়ার সাথে একই গ্রামের বাছির উদ্দিনের সংঘর্ষ হয়। এতে বাছিরের পা ভেঙ্গে যায়। এ নিয়ে মামলা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসির স্বাক্ষী গ্রহন করে। এতে কালা মিয়াও স্বাক্ষী প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ওই মামলার অভিযুক্ত গাজীপুর হাই স্কুলের শিক্ষক জসিম মিয়া। গত ২৬ আগষ্ট সকালে কালা মিয়ার সাথে বিনিময় করা ৯ শতক জমি দখলে নিয়ে নেন। জমির চারপাশের বেড়া ও সীমানা পিলার উপড়ে ফেলা হয়েছে। কালা মিয়া আবেগ জড়ানো কন্ঠে বলেন, বিমিময় করা জমিতে ঘর নির্মাণের জন্য জমিতে মাটি ভরাট করেছেন। ওই জমির চারপাশে গাছ লাগিয়েছেন। কালা মিয়া বলেন, জমিটি রেজিষ্ট্রি করার ১৫ হাজার টাকা জসিম মাস্টরের কাছে আমানত রয়েছে। ৯ শতক জমি আর ১৫ হাজার টাকা ফেরৎ না পেয়ে কালা মিয়া পাগল প্রায়। এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষক জসিম মিয়া সংবাদপত্রে কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন।