Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ড্রেজার জব্দ ॥ আটক ১

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের অদুরে অবৈধ ভাবে বালু উত্তোলন করার সময় উপজেলা নির্বাহী অফিসার খবর পেয়ে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান। জানা যায়, দীর্ঘদিন ধরে শিবপাশা ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামের মধ্যে ছোট ছোট ড্রেজার মেশিন দিয়ে এলাকায় প্রভাবশালী লোক ও স্থানীয় নেতারা মিলে সরকারী জায়গা থেকে বালু উত্তোলন করে ৮/১০ ফুটে বিক্রি করে আসছেন। খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে অভিযানে পরিচালনা করে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের কাজে লিপ্ত থাকায় বানিয়াচংয়ের মন্দুরী গ্রামের মোঃ নাগর উল্লাহ’র পুত্র নজরুল ইসলামকে (৪০) হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় জরিত থাকায় নজরুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় বালুমাটি উত্তোলনে ব্যবহৃত ০৩টি ড্রেজার মেশিন ও ৫ হাজার মিটার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানে সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানার এস আই ইকবাল হোসেনের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খান মতিউর রহমান খান বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরণের অভিযান সবসময় অব্যাহত থাকবে।