Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে পুলিশের উপর হামলা ॥ যুবকের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালতে পুলিশের ওপর হামলা করায় সেলিম আহমেদ (৩০) নামের এক বিচার প্রার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী কোর্টে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় কনস্টেবল (নং-১২৪৯) মোস্তাক আহমদকে (২৬) উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সোমবার ক্ষুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন আতিকুল ইসলাম সেলিম। এক পর্যায়ে উক্ত মামলার বাদি মামুনের সাথে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কনস্টেবল মোস্তাক আসামি সেলিমকে এজলাসের দরজা থেকে সরে দাড়ানোর কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম পুলিশ মোস্তাক আহমদের মুখে ঘুষি মারেন। এ সময় তিনি গুরুতর আহত হন। তখন অন্যান্য পুলিশ এসে সেলিমকে আটক করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যান। সেখান থেকে তাকে থানায় হস্তান্তর করা হয়। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাপূর্বক তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন সেলিমকে দুই মাসের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কোর্ট ইন্সপেক্টর আল আমিন, সিএসআই সিরাজ উদ্দিন, সদর থানার এসআই খুর্শেদ আহমদসহ একদল পুলিশ। সন্ধ্যার দিকে তাকে সাজা অনুযায়ী কারাগারে প্রেরণ করা হয়।