Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের বহিষ্কারাদেশ হাইকোর্টে স্থগিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত করেছেন মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ। গতকাল ২৩ আগষ্ট রবিবার হাইকোর্টের বিচারপতি এম খসরুজ্জামান ও বিচারপতি এম মাহমুদ হাসান তালুকদার এর দ্বৈত বেঞ্চ এ আদেশটি প্রদান করেন। ইমদাদুর রহমান মুকুলের পক্ষে রীট মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি।
সরকারের ১০ টাকা কেজি চাল বিতরণের খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ৭ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল কে সাময়িক বরখাস্ত করে। পাশাপাশি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে কেন তাকে এ পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ইমদাদুর রহমান মুকুল এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত ইমদাদুর রহমান মুকুলের সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যান মুকুল বলেন, আমি সত্য ও ন্যায়ের পথে ছিলাম, আছি। তিনি সকলকে ধৈর্য্য ধারণ করার আহবান জানান।