Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এমপিওভুক্তির ফাইল নিয়ে চরম ভুগান্তি ও বেসরকারি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের কাজ থেকে ঘুষ গ্রহণ ও স্বেচ্ছাচারিতার কারণে ভুক্তভোগী কয়েকজন শিক্ষক জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেছেন। গতকাল সকালে ভুক্তভোগী শিক্ষক মোস্তাফিজুর রহমান সহ ৫ জন শিক্ষকের স্বাক্ষরে অভিযোগটি দাখিল করা হয়। অভিযোগে বলা হয় বিনা কারণে অনেক শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তির ফাইল রিজেক্ট করা হয়েছে। কারও কারও কাছ থেকে মোটা অংকের টাকা গ্রহণ করেও তিনি ফাইল অগ্রায়ন করেননি। এ বিষয়টি জানতে শিক্ষক-কর্মচারীরা গত ২১ আগস্ট সন্ধ্যায় তার অফিসে গেলে জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল্লাহ শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেন। অভিযোগে বলা হয় জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বেসরকারি শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির ফাইল টাকা ছাড়া অগ্রায়ন করেন না। জেলা শিক্ষা অফিসটিকে তিনি দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। এছাড়াও অভিযোগে আরও বলা হয় জেলা শিক্ষা ভবনের ৩য় তলার গেস্ট রুমগুলো তিনি নিজের পরিবারের বসবাসের জন্য ব্যবহার করছেন। ভুক্তভোগী শিক্ষকরা দুর্নীতিবাজ জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল্লাহর কাছ থেকে পরিত্রাণ চান। উল্লেখ্য এমপিওভুক্তির ফাইল রিজেক্ট ও বিভিন্ন অনিয়মের জন্য জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত ২১ আগস্ট সন্ধ্যায় প্রতিবাদ করেন। এরই প্রেক্ষিতে হবিগঞ্জের স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।