Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আত্মা’র রিজিওনাল সভা তামাকের কৌশলী বিজ্ঞাপন বন্ধ করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ এ্যান্টি ট্যোবাকো মিডিয়া এলাইন্স (আত্মা)’র সিলেটের রিজিওনাল সভায় বক্তারা বলেন, বর্তমান ক্যান্সার রোগীদের সিংহভাগই তামাক সেবনের কারণে আক্রান্ত হয়েছেন। তামাক একটি মরণ ব্যাধি। এজন্য তামাকের কৌশলী বিজ্ঞাপন বন্ধ করতে সরকারের পাশাপাশি সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। তামাক ব্যবহারে মানুষের ক্যান্সার হয়, এটা তাদের জানাতে হবে।
গতকাল শনিবার সকালে সিলেট নগরীর এমএমসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আত্মার সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম।
আত্মা’র ওয়ার্কিং কমিটির সদস্য ও দৈনিক সিলেট সুরমার চিফ রিপোর্টার শাহ সুহেল আহমদের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন আত্মা সদস্য দৈনিক সিলেটের ডাক এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, দৈনিক মানবকণ্ঠ ও দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমের সিলেট ব্যুরো চিফ মনোয়ার জাহান চৌধুরী, দৈনিক সকালের খবরের স্টাফ রিপোর্টার দিপু সিদ্দীকি, সীমান্তিক তামাক মুক্ত প্রকল্পের মিডিয়া অফিসার মুরাদ বক্স, দৈনিক কালের কণ্ঠের জকিগঞ্জ প্রতিনিধি আল মামুন, দৈনিক যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি অজামিল চন্দ্র নাথ, ভোরের কাগজের গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল কুদ্দুস, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি আবুল হোসেন সবুজ প্রমুখ।
সভায় আগামী ৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন এবং কোর্ট পয়েন্টে তামাক বিরোধী সমাবেশ, সিলেট নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তামাক বিরোধী ক্যাম্পেইন, তামাকের কর বৃদ্ধির দাবিতে অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।