Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের মক্রমপুর মসজিদে কিয়াম করা নিয়ে সংঘর্ষের ঘটনা সালিশে নিস্পত্তি

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে মক্রমপুর গ্রামে শাহী জামে মসজিদে কিয়াম করাকে কেন্দ্র করে সুন্নী ও তাবলিগ জামাতের লোকদের মাঝে সৃষ্ট সংঘর্ষের ঘটনাটি নিস্পত্তি করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) ১১ নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন কার্যালয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় মিলাদ মাহফিল ও কিয়াম জুমআর নামাজের পরে হবে। যারা কিয়াম করবেন না তারা নামাজ পড়ে যথারীতি প্রস্থান করবেন। এতে করে উভয় পক্ষ কোন ঝাঁমেলায় ঝড়াবে না মর্মে অঙ্গিকার করেন। সেই সাথে যাদের বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে তাদের কাছে মক্ষা চেয়েছে অপরাধীরা। সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির রেজা, সুজাতপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মুর্শেদ, তিতু মিয়াসহ স্থানীয় আলেম-উলামা, ইউপি সদস্য এবং সুন্নি ও তাবলিগ জামাতের নেতৃবৃন্দ। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, উভয় পরে নেতৃবৃন্দ আর কোন ঝাঁমেলায় ঝড়াবেন না বলে সালিশ বৈঠকে অঙ্গিকার করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২১ আগস্ট) বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নে মক্রমপুর শাহী মসজিদে জুমআর নামাজের আগে মিলাদ মাহফিল ও কিয়াম পড়াকে কেন্দ্র করে তাবলিগ জামাতের বাড়ি-ঘর ভাংচুর করে সুন্নি পন্থিরা। এঘটনা জানাজানি হলে বানিয়াচংয়ের আলেম-উলামাসহ ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সার্বিক তত্ত্ববধানে ও ইউপি চেয়ারম্যানসহ পঞ্চায়েত ব্যক্তিদের মধ্যস্থতায় সৃষ্ট বিরোধটি নিরসন করা হয়। এতে উভয় পক্ষের অনুসারীদের ক্ষোভ প্রশমিত হয়েছে।