Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে রাস্তা নিয়ে সংঘর্ষ হামলা ভাংচুর অগ্নিসংযোগ

স্টাফনিপেপার্টার ॥ বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামে রাস্তা নিয়ে দুপরে সংঘর্ষে মহিলাসহ ১৫জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। এসময় বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার সকালে এ সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের গফুর মিয়ার সাথে মানিক মিয়ার দীর্ঘদিন জমির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি সালিশ বৈঠক হয়। এর জের ধরে গতকাল বুধবার সকালে গফুর বাড়ি থেকে বের হয়ে দেখতে পান মানিক মিয়ার লোকজন বিরোধপূর্ন রাস্তা বন্ধ করে ফেলেছে। এ সময় গফুর মিয়া বাধা দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত গফুর মিয়া (৬০), মাসুক মিয়া (৩৫), আলামিন (১২) লিটন (২০), রাবিয়া বেগম (৫০), ওয়াহিদ মিয়া (২৫), কুলসুমা বেগম (৬০), কদ্দুছ মিয়া (৫০) ও আউলিয়া বেগম (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।