Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শচীন্দ্র কলেজে জাতীয় শোক দিবসে আলোচনা সভা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ১৫ই আগস্ট শনিবার শচীন্দ্র কলেজে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক লতিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই শোক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান সংগ্রামী জীবন ও কর্ম এবং তার ত্যাগ পূর্ণ জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক গৌতম সরকার। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, প্রভাষক মিহির রঞ্জন সরকার, প্রভাষক রঞ্জু পাল, প্রভাষক শাহ আলম, প্রভাষক সুকান্ত গোপ, প্রভাষক জিয়াউল হক, শরীর চর্চা শিক্ষক রনজিত কুমার দাস প্রমুখ। জাতির জনক ও তার পরিবারের শাহাদত বরণকৃত সকল সদস্যের আত্নার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ও প্রার্থনা করা হয়।