Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা সময়মত সোনালী ব্যাংক কর্তৃক বেতন ভাতা না পাওয়াতে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকাল ১১টায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল আউয়াল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল মতিন, সত্যেন্দ্র চন্দ্র দেব, মোঃ ফরিদ মিয়া, সুজিত চন্দ্র দেব, মোঃ আব্দুস সামাদ আজাদ, নূরুল ইসলাম, শেখ জামাল আহমদ, ফজলুল হক আবিদ, সাইফুর রহমান, শামছুল হক, দিলীপ কুমার দেব, মোঃ নাসির উদ্দিন, হারুনুর রশীদসহ অনেকেই।
উল্লেখ্য যে, চুনারুঘাট উপজেলার সকল বেসকারি মাধ্যমিক বিদ্যালয়ের বেতন ভাতা প্রদান করে চুনারুঘাট সোনালী ব্যাংক। গত এপ্রিল মাসের বেতন ১৫ মে দেওয়ার কথা থাকলেও ব্যাংক কর্তৃপক্ষ অদ্যাবধি পর্যন্ত মাধ্যমিক শিক্ষকদের বেতন ভাতা প্রদান না করায় মানবেতর জীবন-যাপন করছেন। চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল বলেন, প্রতি মাসেই চুনারুঘাট সোনালী ব্যাংকের গাফলতি ও অনিয়মের কারণে মাধ্যমিক শিক্ষকরা সময়মত বেতন ভাতা পান না।