Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৩২৭ রোগীর মাঝে দেড় কোটি টাকার সরকারি সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় ৩২৭ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসামিয়া রোগীর মাঝে ১ কোটি ৬০ লাখ টাকার সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক হস্তান্তর করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। অনুষ্ঠানে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কারুল হাসান।
হবিগঞ্জের ৯ উপজেলাসহ সকল পৌরসভা থেকে ৭৯৩ অসুস্থ রোগী সহায়তার জন্য আবেদন করেন। এর মধ্য থেকে ২০১৯-২০২০ অর্থ বছরে ৩২৭ জনকে সনাক্ত করা হয়। পরবর্তীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এদেরকে ৫০ হাজার করে মোট ১ কোটি ৬০ লাখ টাকার এককালীন চেক প্রদান করেছে সমাজসেবা অধিদপ্তর।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তারসহ অন্যান্যরা উপ¯ি’ত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। দেশে ভাতাভোগীর সংখ্যা দিন দিন বাড়াচ্ছে সরকার। এ ধারা অব্যাহত থাকবে আশ্বাস দিয়ে করোনা পরিস্থিতিতে সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।