Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ-লাখাই সড়কে গরু-ছাগলের অবাধ বিচরণ ॥ দুর্ঘটনার আশঙ্কা

আবুল কাসেম, লাখাই থেকে ॥ হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কে অবাধে বিচরণ করছে গরু-ছাগল। এতে দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারী পরিবহন চালকরা।
প্রত্যক্ষ করা গেছে, ওই সড়কের আশপাশের গ্রামের কৃষকরা তাদের গবাদিপশু ওই সড়কে অবাধে ছেড়ে দেন। এগুলো যত্রতত্র ভাবে রাস্তায় চলাফেরা করে। আবার কেউ কেউ রাস্তার ধারে দড়ি দিয়ে বেঁধে রাখে। সেই সব পশুসহ অবাধে বিচরণ করা পশুগুলো যখন তখন রাস্তার এপার কখনও ওপারে যাতায়াত করে থাকে। এতে করে পরিবহন শ্রমিকরা গাড়ি নিয়ে চলতে গিয়ে বিরাট সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। যে কোন সময় দুর্ঘটার আশঙ্কা করছেন পরিবহন শ্রমিকসহ পথচারিরা।
সিএনজি অটোরিকশা চালক কাসেম জানান, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলচল করতে ভয় লাগে কখন ঘটে যায় দুর্ঘটনা। এসব ছাগল, বেড়া ও গরুকে সাবধানে রাখলে আমাদের এ ভয় থাকবে না। এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে দেখবেন বলে জানান।