Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে মাক্স ব্যবহার না করায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে দুই ফার্মেসী ব্যবসায়ী, দুই কাপড় ব্যবসায়ী ও দুই মোটরসাইকেল আরোহীর মাস্ক না থাকায় জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার বিকেলে শায়েস্তাগঞ্জ শহরের দাউদনগর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। এ সময়, দুইটি মোটরসাইকেলে তিন জন করে যাত্রী ও মাস্ক না থাকায় ৩ হাজার ২০০টাকা, একটি ফার্মেসীতে ব্যবসায়ী ও কাস্টমারের মুখে মাস্ক না থাকায় ১ হাজার ২০০ টাকা, অন্য ফার্মেসীতে ব্যবসায়ীর মাস্ক না থাকায় ৫০০ টাকা, একটি কাপড় দোকানে ব্যবসায়ী ও কাস্টমারের মাস্ক না থাকায় ১ হাজার টাকা ও অন্য একটি কাপড় দোকানে ব্যবসায়ীর মাস্ক না থাকায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন- সরকারি নির্দেশ মেনে মাস্ক ব্যবহার করে শারীরীক দূরত্ব বজায় রেখে ব্যবসা বাণিজ্য করা যাবে। আর নির্দেশনা না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে।