Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বঙ্গমাতা ছিলেন বাঙালির মুক্তিসংগ্রামের অন্যতম অগ্রদূত ॥ এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস। শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী ও দৃঢ়চেতা। যে-কোনো পরিস্থিতি তিনি বুদ্ধিমত্তা, বিচণতা দিয়ে মোকাবিলা করতেন। তিনি কেবল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনীই ছিলেন না, বাঙালির মুক্তিসংগ্রামেও তিনি ছিলেন অন্যতম অগ্রদূত।
গতকাল শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্ম দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বঙ্গমাতার জন্মদিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবল আলম প্রমুখ।
এর আগে ভার্চুয়াল পদ্ধতিতে সারাদেশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মবার্ষিকীর অনুষ্ঠান সূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এমপি আবু জাহির হবিগঞ্জে ৫৪ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন বিতরণের উদ্বোধন করেন। একইদিন বঙ্গমাতার জীবন ও কর্মের উপর হবিগঞ্জ সরকারি বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ে কূইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।