Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অধিকাংশ টমটম চালকই কিশোর ॥ ঘটছে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি মহামারী করোনা ভাইরাসের কারণে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে সীমিত আকারে পরিবহণ চলাচল করলেও বর্তমানে লকডাউন না থাকায় হবিগঞ্জ শহরে আগের মতোই চলছে পরিবহণ। আর এ সুযোগকে কাজে লাগিয়ে ফায়দা নিচ্ছে এক শ্রেণির চালকরা। তারা যততত্র পার্কিং করছে। এ কারণে যত দিন অতিবাহিত হচ্ছে টমটম চালকদের নৈরাজ্য চরম আকার ধারণ করেছে। অধিকাংশ টমটমই শিশু ও কিশোর দিয়ে চালানোর কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন বেবিষ্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলযোগে বাজার করতে গেলে পিছন থেকে আসা একটি টমটম তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে এসআই হারুন আল রশিদ টমটমসহ চালক সদর উপজেলার লামা পইলের বাসিন্দা তোফাজ্জল হোসেন (১৮) কে আটক করে থানায় নিয়ে আসেন।