Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ মেম্বারের সরকারি চাল চুরি ॥ রিকশাচালকের ঘর থেকে উদ্ধার করল পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণডুরা ইউপি’র ৫নং ওয়ার্ডের মেম্বার নান্টু সুত্রধর ভিজিএফ’র ৫ বস্তা চাল লুকিয়ে রেখেছিলেন এক রিক্সাচালকের ঘরে। কিন্তু বিধিবাম জনতার নজরে আসার পর প্রশাসনকে জানানো হয়। পুলিশ চালগুলো উদ্ধার করেছে। গতকাল বুধবার ওই ইউনিয়নের জঙ্গাল গ্রামের রিক্সাচালক জাদু সরকারের বাড়ি থেকে তা উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই বিজিএফ-এর চাল বিতরণের উদ্বোধন করেন এমপি আবু জাহির। এ সময় ১ হাজার ৭৫৫ জন লোককে কার্ড দেওয়া হয়। কিন্তু ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার নান্টু সুত্রধর ৫ বস্তা চাল রিক্সাচালক জাদু সরকারের ঘরে আত্মসাতের জন্য লুকিয়ে রাখেন। গতকাল বুধবার সকাল ১১টার দিকে এলাকার স্থানীয় লোকজনের মনে সন্দেহ হলে তারা ওই বাড়িতে গিয়ে চালের বস্তা দেখতে পান। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়া হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শায়েস্তাগঞ্জ থানাকে বিষয়টি অবগত করেন। পরে শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনাস্থলে পৌঁছে ওই চাল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
স্থানীয়দের দাবি গ্রামের অনেক কার্ডধারীর চাল এভাবে আত্মসাৎ করে আসছেন ইউপি মেম্বার নান্টু সূত্রধর। এ ব্যাপারে নান্টু সূত্রধর জানান, তিনি এ চাল সম্পর্কে কিছুই জানেন না। আজ (গতকাল) সকালে বিষয়টি জানতে পেরেছেন বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তার বলেন, সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।