Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য আবারো বৃদ্ধি পেয়েছে। করোনার কারণে কিছুদিন থেমে থাকলেও এখন আবার নতুন করে মাথাছাড়া দিয়ে উঠেছে দালালরা। অভিযোগ রয়েছে, দালালদের নিয়ন্ত্রণ করছে হাসপাতালের আশপাশে থাকা অসাধু ফার্মেসী মালিক ও হাসপাতালের কিছু কর্মচারীরা। গত জানুয়ারি মাসে হাসপাতালের এক সভায় দালালদের তালিকা তৈরি করে প্রশাসনের নিকট দেয়া হয়। পুলিশ কয়েকজন দালালকে ধরে জেল জরিমানা করে। এরপর কিছুদিন থেমে থাকে তারা। করোনার সময়েও কিছুদিন বন্ধ থাকে দালালি। এখন আবার শুরু হয়েছে। হবিগঞ্জ জেলার একমাত্র চিকিৎসা সেবার স্থান হলো এই হাসপাতাল। প্রতিদিন বিভিনস্থান থেকে শত শত রোগীরা এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু জরুরি বিভাগে আসার সাথে সাথে দালালদের খপ্পরে পড়ে অনেকেই প্রতারিত হচ্ছেন। আবার কোনো কোনো ফার্মেসীর সাথে দালালদের চুক্তি থাকে রোগীকে ফার্মেসীতে নিয়ে গেলেই কমিশন পাওয়ার। তাদের খপ্পরে পড়ে এসব ফার্মেসীতে রোগীরা গেলে দ্বিগুন দামে ওষুধ বিক্রি করা হয়। জরুরি বিভাগের ডাক্তার এবং স্টাফদের সামনেই দালালরা চিকিৎসাপত্র নিয়ে টানাটানি শুরু করে। এরপরও কোনো প্রতিবাদ না করে দালালদের সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আরএমও ডাক্তার শামীম আরা জানান, হাসপাতালে দালাল প্রবেশ নিষেধ। যদি কেউ প্রবেশ করে এরকম কাজ করে তাহলে ব্যবস্থা নেয়া হবে।