Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে বাল্যবিবাহের আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে বিয়ে বাড়িতে হাজির হয়ে এ রায় দেন। এ সময় ভ্রাম্যমান আদালত কাগজপত্র দেখে কন্যার বয়স ১৮ না হওয়ায় কন্যার পিতা শামছু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে অঙ্গীকারপত্র নেয়া হয়।
আজ বিয়ের অনুষ্টান উপলক্ষে শামছু মিয়ার বাড়ীতে রান্নাবান্নার কাজও করা হয়েছিল। দুপুরে নতুন বর ও যাত্রী নিয়ে আসার কথা ছিল। কিন্তু প্রশাসন তা হতে দিল না। বাল্যবিয়ে থেকে রা ফেল একটি মেয়ের জীবন। উপজেলা নির্বাহী অফিসার জানান, বাল্যবিবাহ একটি অপরাধ। এ অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে মানুষকে বুঝাতে হবে। এতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।