Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলার পুলিশ মুক্তিযোদ্ধাদের বীরগাথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ মহান মুক্তিযুদ্ধে দেশের বিভিন্ন স্থানে কর্মরত হবিগঞ্জ জেলার পুলিশ সদস্যদের বীরগাথা নিয়ে ‘হবিগঞ্জ জেলার পুলিশ মুক্তিযোদ্ধাদের বীরগাথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বইয়ের মোড়ক উন্মোচন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ। পুলিশ সুপার মোহাম্মদ উল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকুমা, অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, সিনিয়র সহকারি (বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরীসহ জেলার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচনকালে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে জেলার পুলিশ সদস্যদের অনন্য অবদান নিয়ে প্রকাশিত বইটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। এমন উদ্যোগের জন্য তিনি হবিগঞ্জ জেলা পুলিশকে ধন্যবাদ জানান।
বইটিতে মুক্তিযুদ্ধকালীন সময়ে জেলার ২৯ জন পুলিশ সদস্যের বীরগাঁথা ছাড়াও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণে হবিগঞ্জ পুলিশের ভূমিকা ও তাদের নানা অবদানের কথা তুলে ধরা হয়।