Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালত ॥ ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের হারুনী হাওরে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করেছে।
জানা যায়, বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি হারুনীর হাওরে নৌকা যোগে জেলেদের মধ্যে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় হাওরে মাছ শিকারে থাকা জেলেদের কাছ থেকে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেন। জব্দকৃত লক্ষাধিক টাকা মুল্যের কারেন্ট জাল স্থানীয় আদর্শ বাজারের উত্তরের রোডে আইডিয়াল কলেজের ব্রিজের সংলগ্ন পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলম মিয়া, উপজেলা প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক খলিলুর রহমান রাজু, বানিয়াচং থানার এসআই জুলহাসসহ একদল পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
ইফফাত আরা জামান উর্মি জানান, বানিয়াচংয়ের হাওর গুলোতে মাছের পোনা রয়েছে। আগামী দুইমাস পোনা মাছ না ধরতে এবং কারেন্ট জাল ক্রয় বিক্রয় ও পরিবহন থেকে বিরত থাকতে অনুরোধ করেন। তিনি বলেন, অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।