Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আউশকান্দি ইউনিয়নে উন্নয়নের ছোয়া

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের পথে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আউশকান্দি হিরাগঞ্জ বাজারের স্থায়ী জলাবদ্ধতা দূরিকরনে দুই দিকে ৮শ ফুট করে মোট ১৬শ ফুট ড্রেনেজ ব্যবস্থা, আরসিসি রাস্তা নির্মাণ, এরা বরাক নদী ও দুটি প্রশাখা খাল খনন করে এলাকার জলাবদ্ধতা দূরিকরণ, মাছের স্থায়ী অভয়ারণ্য সৃষ্টি ও কৃষি মওসুমে কৃষকের পানি সেচের সুবিধা সৃষ্টি করা। আউশকান্দি হিরাগঞ্জ বাজারের ৮শ ফুট করে ১৬ ফুট ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সীমানা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে টেন্ডার আহবান করা হয়েছে। কার্যাদেশও দেয়া হয়েছে। এদিকে আউশকান্দি ইউনিয়নের এরাবরাক নদী এবং দুটি প্রশাখা খাল খননের নকশা পর্যালোচনা করা হয়েছে। গতকাল বুধবার নকশা পর্যালোচনা উপলক্ষে এরাবরাক নদী সংলগ্ন মিনাজপুর গ্রামে এক সভার আয়োজন করা হয়। এতে জাপানের উন্নয়ন সংস্থা জাইকার উর্ধ্বতন কর্মকর্তাগণ, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, ইউনিয়নের মেম্বারগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাইকা কর্মকর্তারা নদী খনন ও দুটি প্রশাখা খাল খননে এলাকার মানুষের সাথে একাত্মতা পোষন করে জানান- এসব প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের দাবী। নদী ও প্রশাখা খাল খনন প্রকল্প বাস্তবায়নে দুই কোটি টাকারও বেশি খরচ হতে পাওে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন জানান।